নদীর বেড়ি বাঁধ ও আত্রাই-নওগাঁ সড়ক ভেঙ্গে গিয়ে সান্তাহারে বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় এক হাজার হেক্টর জমির আমন ফসল

PIC-28.08.15-02
আদমদীঘি প্রতিনিধি : নওগাঁর ছোট যমুনা নদীর বেড়ি বাঁধ ও আত্রাই-নওগাঁ সড়ক ভেঙ্গে গিয়ে নদীর পানি বগুড়ার সান্তাহার রক্তদহ বিল এলাকায় প্রবেশ করায় সান্তাহারসহ আদমদীঘি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত তিন দিনে সান্তাহার ইউনিয়ন ও আদমদীঘি সদর ইউনিয়নসহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে বিলের আশ পাশের জমির প্রায় এক হাজার হেক্টর জমির আমন ফসল পানিতে তলিয়ে গেছে।
শুক্রবার দুপুরে রক্তদহ বিল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত তিন দিনের বন্যায় আদমদীঘি সদর, সান্তাহার ইউনিয়ন ও সান্তাহার পৌর এলাকার প্রায় ২০টি গ্রাম প্ল¬াবিত হয়েছে। সান্তাহার ইউনিয়নের দমদমা, কাশিমিলা, প্রসাদখালি, সান্দিড়া, ছাতনী, ঢেকড়া, ডাঙ্গাপাড়া, আদমদীঘি সদর ইউনিয়নের কদমা, করজবাড়ি, গনিপুর, রামপুরা, কাশিমিলা, জোড় পুকুরিয়া, মন্ডবপুরা এবং সান্তাহার পৌর এলাকার তারাপুর, কাজিপুর গ্রামের বিস্তির্ন মাঠের আমন ফসল পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকার ফসল তলিয়ে যাচ্ছে। বন্যার পানিতে ভেসে গেছে এলাকার পুকুরের মাছ।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান জানান, বন্যায় সান্তাহার ইউনিয়ন, আদমদীঘি সদর ইউনিয়নে আমন ফসলের অপূরনীয় ক্ষতি হয়েছে। বিল এলাকায় বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রায় বেশির ভাগ জমির ফসল তলিয়ে গেছে।
বন্যা কবলিত রক্তদহ বিল এলাকা পরিদর্শন করেছেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *