গোপালপুরে জিকেডিএ’র বৃত্তি প্রদান
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন (জিকেডিএ)’র বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার বিকেলে পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ।
প্রধান বক্তা ছিলেন এ বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক জনতা ব্যাংকের সিবিএ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) মরিয়ম আক্তার মুক্তা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক মীর আব্দুর রহিম, মো. বেলায়েত হোসেন, মো. হাবিবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, সংগঠনের আওতায় এবার নার্সারী শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির মোট ৯৫০জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৬ জনকে কৃতী শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে নগদ টাকা ও সনদ বিতরণ করা হয়। সংগঠনটি ২০০৫ সাল থেকে এ বৃত্তির আয়োজন করে আসছে।