মহেশপুরে হিন্দু সম্প্রদায়ের তীর্থ স্থান মন্দিরের জমিতে আলীশান বাড়ি।

DSC00165মোস্তাফিজুর রহমান উজ্জল জেলা প্রতিনিধি): ঝিনাইদহ জেলার মহেশপুর পৌর এলাকার ০৬ ওয়ার্ডে দুলারী সিনেমা হলের পাশে স্থাপিত সনাতন ধর্মের এ্ই তীর্থ স্থান মন্দিরটি। বহু পুরাতন জমিদার আমলে স্থাপিত এই মন্দিরে প্রার্থনা করত সনাতন ধর্মীয় সাধুরা। অযতে অবহেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষের তীর্থ ভূমি এই মন্দিরটি আজ বিলীন প্রায়। এ্ই সুযোগে মন্দিরের পিছনের সমস্ত জমি নিজ দখলে নিয়ে আলীশান বাড়ি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় মহেশপুর উপজেলার মোটর সাইকেল ব্যবসায়ী মোঃ শহীদুল ইসলাম বাড়িটির মালিক। অত্র উপজেলার যাদবপুর ইউনিয়নের নলপাতুয়া গ্রামে বসবাস করত শহীদুল ইসলাম। বর্তমানে তিনি তার শ্বরুরের জমিতে বাড়িটি নির্মান করে ভোগ দখল করছেন। মন্দিরের জমিতে অবধৈ ভাবে দখল করে বাড়ি করায় এলাকাবাসী ক্ষুব্ধ। উপজেলার সচেতন মহল মন্দিরের জমি ভূমিদস্যুর কবল থেকে মুক্ত করে সরকারী সহযোগীতায় প্রাচীন এই মন্দিরটি পূনর নির্মানের দাবী জানিয়েছেন। বাড়িটির মালিক শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,২০০৩ সালে তিনি স্থানীয় আমিন দিয়ে মেপে মন্দিরের দুই শতক জমি বাদ রেখে বাড়ি করেছেন এবং অদ্যবধি ভোগ দখল করছেন। স্থানীয় প্রবীন ব্যক্তিরা বলেন মন্দির কখনও দুই শতক জমিতে নির্মান করা হয়না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উর্দ্ধোতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ছবি সংযুক্ত,ঝিনাইদহ প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *