বাগেরহাটে শিক্ষার্থীদের দিয়ে মহিলা পরিষদের মানব বন্ধন, অভিভাবক ও জনমনে ক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে জেলা মহিলা পরিষদ ঘন্টা ব্যাপী মানব বন্ধন করিয়েছে। স্কুল কর্তৃপক্ষ নিয়ম-বিধি লংঘণ করে এ ধরনের মানব বন্ধনে অংশ নিতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। পাঠদান বন্ধ রেখে কোমলমতি শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড়িয়ে রেখে এ ধরনের মানব বন্ধনে অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১১ থেকে এ মানব বন্ধন শুরু হয়। এই মানব বন্ধনে বাগেরহাট মহিলা পরিষদের অল্প কয়েকজন নেত্রী উপস্থিত থেকে বক্তৃতা করলেও, মূল ব্যানারে তাদের দেখা যায় নি। সম্পূর্ন মানব বন্ধনের লাইনে ছিল পার্শ্ববর্তি আদর্শ বিদ্যালয়ের পোশাক পরিহিত শিক্ষার্থীরা। কার্যতঃ এ মানব বন্ধনটি আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানব বন্ধনে পরিনত হয়। মানব বন্ধনে দাঁড়িয়ে অবুঝ শিশুদের লাফালাফি, হৈ- চৈ করতে দেখা গেছে। মানব বন্ধন শেষে শিক্ষার্থীদের প্রত্যেককে দেয়া হয় ৩ টাকা দামের এক পিস কেক। ক্লাস বাদ দিয়ে এই মানব বন্ধনে অভিভাবকসহ সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাগেরহাট জজ কোর্টের আইনজীবি এ্যাড. জাহিদুল ইসলাম বাবুল বলেন, শিশুরা ক্লাস বাদ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে মানব বন্ধন করলে, তাদের শুধু পড়াশোনার ক্ষতি হয় তাই নয়, তাদের কোমল মনে এক ধরনের বিরূপ প্রভাব পড়ে যা তাদের মেধা বিকাশের অন্তরায়। কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে রোদের ভিতর এ ধরনের মানব বন্ধন করানো কিছুতেই ঠিক হবে না বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট মহিলা পরিষদের সভানেত্রী ফরিদা রহমান বলেন, শিশু ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতা নির্যাতন ও হত্যার প্রতিবাদে এ মানব বন্ধন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের অংশ গ্রহন করা উচিত। তবে কেন্দ্র থেকে শিক্ষার্থীদের দিয়ে মানব বন্ধন করারো নির্দেশনা দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা অবশ্য নেই। বাগেরহাট আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণু পদ বিশ্বাস বলেন, মহিলা পরিষদের নেতৃবৃন্দ তাকে বলেছেন বাগেরহাটের জেলা প্রশাসকের নিকট থেকে শিক্ষার্থীদের নেয়ার বিষয় তারা অনুমতি নিয়ে এসেছে। এ কারনেই শিক্ষার্থীদের মানব বন্ধনে পাঠানো হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, মানব বন্ধনের বিষয়ে তাকে স্কুল কতৃপক্ষ বা মহিলা পরিষদের পক্ষ থেকে কেউ জানায় নি। তবে ক্লাস বন্ধ রেখে এ ধরনের মানব বন্ধন করানো ঠিক হয়নি বলে তিনি জানান। বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম বৃহস্পতিবার বিকালে এ প্রতিবেদককে জানান, মানব বন্ধনে শিক্ষার্থীদের নেয়ার বিষয় তাকে কেউ কিছু জানায় নি। মানব বন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি ফরিদা রহমান, সম্পাদক শিল্পী সমাদ্দার, সাংগঠনিক সম্পাদক চিত্রা রহমান, এ্যাডভোকেট শরিফা খানম, সালমা নাসরিন পলি, তহুরা হোসেন নাদিয়া, মাহবুবা রহমান প্রিয়া প্রমুখ।