চৌগাছায় ব্যবসায়ীর বাড়ির ছাদে একসাথে ফুটেছে ২২ টি নাইট কুইন একনজর দেখতে ফুল প্রেমিকদের ভিড়

JAFAR Photo 27-08-2015আবু জাফর, চৌগাছা (যশোর) প্রতিনিধি:ফুলকে কে না ভালবাসে, ধনী গরীব, আবাল, বৃদ্ধ বনিতা সকলেই ফুলের পাগল। হোক সে শাপলা, জবা,গোলাপ, জুঁই, চ্যামেলী কিংবা রজনীগন্ধা। কিন্তু এরমধ্যে রাতের রানী বলে খ্যাত সেই নাইট কুইন ফুল যদি কোন ফুল প্রেমিক তার হাতের নাগালে পাই তাহলে তো কথাই নেই। এমনই একজন ফুল প্রেমিক সন্ধ্যা রানি রাহা তার বাড়ির ছাদে টবে একটি নাইট কুইন লাগায়। দীর্ঘ এক বছর নিবিড় পরিচর্যায় গতকাল মধ্যরাতে তার নাইট কুইন গাছে একেএক ২২ টি ফুল ফুটে সকলকে অবাক করে দিয়েছে। মুহূর্তের মধ্যে মহল্লায় জানাজানি হলে রাতের রানীকে এক নজর দেখতে ফুল প্রেমিকরা ওই বাড়ির ছাদে ভিড় জমাতে থাকে। চৌগাছা পৌরসভার ৬ নয় ওয়ার্ডের নিরিবিলি পাড়ার বাসিন্দা আনন্দ কুমার রাহার স্ত্রী সন্ধ্যা রানি রাহা স্বামীর অনুপ্রেররনায় শখের বশে বাড়ির ছাদে একটি নাইট কুইন ফুলের গাছ লাগান। দীর্ঘ একটি বছর পরিচর্যার পর গাছে ২৩টি কড়ি আসে। কড়ি আসা দেখে সন্ধ্যা রানি আরো বেশি নজরদারি করতে থাকেন। স্ত্রীর পাশাপাশি আনন্দ কুমরা রাহাও সময় পেলে ছাদে উঠে ফুল গাছের একটু পরিচর্জা করতেন। কবে জানি রাতের রানি ফটেবে অপেক্ষা করতে থাকে তারা । স্বামী স্ত্রীর উভয়ের নিবিড় পরিচর্র্র্র্যায় গতকাল বুধবার মধ্যরাতে আসে সেই মহেন্দ্রক্ষন। একেএকে ২২ টি ফুল পরিপূর্ণ রুপে আপন মহিমায় ফুটে ওঠে। সন্ধ্যা রানি জানান এ যেন কল্পনার অতিত, এ এক অন্যরকম অনুভুতি। তিনি বালেন আমি ভাবতে পারছিনা এক সাথে এতো গুলো ফুল ফুটে উঠবে। মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে মহল্লায়। অপরুপ সৌন্দর্যের অধিকারী রাতের রানী যে বেশিক্ষন স্থায়ী হবেনা, তাই নাইট কুইনকে এক নজর দেখতে ফুল প্রেমিকরা ভিড় জমাতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *