খুলনা নগরীতে ৩৬ লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার মাদক সম্রাট শাহজাহানের স্ত্রী গ্রেফতার
শেখ জিকু আলম খুলনা বিভাগীয় ভ্রাম্যমান প্রতিনিধি: নগরীতে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাব। সোমবার রাতে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী শাহাজাহান হাওলাদারের স্ত্রী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত মুন্নি আকতারকে গ্রেফতার করে র্যাব। র্যাবের দাবি উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩৬ লাখ ৬৭ হাজার টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা র্যাব-৬ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাব-৬’র উপ-অধিনায়ক নিয়াজ মো. ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে র্যাবের একটি বিশেষ টিম নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় মাদক সম্রাট শাহজাহান হাওলাদারের ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে বাংলাদেশের কেরু অ্যান্ড কোম্পানি এবং স্কটল্যান্ড ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের নানা ব্রান্ডের ৪৫৫ বোতল মদ ও ৭৩৬ ক্যান বিয়ার এবং দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য ৩৬ লাখ ৬৭ হাজার টাকা। এ সময় মাদক সম্রাট শাহজাহানের স্ত্রী মুন্নি আকতারকে গ্রেফতার করা হয়। তবে শাহজাহানকে পাওয়া যায়নি। এ ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। উল্লেখ্য, এর আগে নগরীর বড় মির্জাপুর ও সিমেট্রি রোডস্থ শাহজাহানের দু’টি ভাড়া বাড়িতে দু’ দফা অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে খুলনা মেট্রোপলিটন পুলিশ