ঐতিহ্যবাহী বিদ্যালয়ের জায়গা দখল ব্যর্থ করে দিলেন সাধারণ ছাত্রীরা

DSC_0671মো. মোতালেব হোসেন, নীলফামারী অফিস: সৈয়দপুরের তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৯১৪ সালে স্থাপিত। এটি সৈয়দপুরের একটি ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত। স্কুলের সামনের কিছু অংশ জায়গা স্থানীয় আফতাব উদ্দিন, পিতা- ইমতিয়াজ আহমেদ একজন পয়সাওয়ালা ও প্রভাবশালী ভূমিদস্যুর নজরে আসে। পিছনের জায়গাটি উক্ত ব্যক্তির হওয়ায় সামনের জায়গাটি নানা কৌশল খাটিয়ে দখলে নেওয়ার চেষ্টা করে আসছেন। ফলে গত ২৬ আগস্ট দুপুর ২ ঘটিকার সময় খতিয়ান নং- ২২১৩, দাগ নং ৮২৮৮, জমির পরিমাণ ১.৪ শতক জায়গা উক্ত ভূমিদস্যু গুন্ডা বাহিনী দাঁড় করিয়ে রেখে উক্ত জায়গাটি ইট দিয়ে পাকা দেওয়াল দেওয়ার চেষ্টা করলে সাধারণ ছাত্রীরা উত্তেজিত হয়ে উক্ত অবৈধ ওয়াল ভেঙ্গে দিয়ে জায়গাটি স্কুলের নিয়ন্ত্রণে নেয়। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অপরপক্ষ আফতাব উদ্দিনের লোকজনের সঙ্গে কথা বললে তারা বলেন, জায়গাটি স্কুলের। তারা স্কুলের একজন ব্যক্তিকে আড়াই লক্ষ টাকা হাওলাত দিয়েছেন এই জায়গাটির জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *