চিতলমারীতে মানব পাচার প্রতিরোধ অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ উপলক্ষে এক আলোচনা সভা চিতলমারী ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চিতলমারী উপজেলা কার্যালয়ে এ্যাডভোকেসি এ্যান্ড পার্টনারশিপ কো-অর্ডিনেটর মো: ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার পারভেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিটরিং এ্যান্ড ইভালুয়েশ অফিসার মো: নজরুল ইসলাম, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন, চিতলমারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাফায়েত হোসেন সাফা (ভারপ্রাপ্ত), চিতলমারীর অন্তরালে পত্রিকার সম্পাদক মো: একারামুল হক মুন্সী, প্রজেক্ট অফিসার মো: রাকিব উদ্দিন, ফেসিলেটর রিয়া বালা প্রমূখ।