সন্ত্রাস প্রতিরোধসহ সুশাসনের দাবিতে জাসদের উদ্যোগে পলাশবাড়ীতে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
আব্দুল জলিল সরকার বাদশা(গাইবান্ধা): সন্ত্রাস প্রতিরোধসহ সুশাসনের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর দেশব্যাপী মানব বন্ধন-সভা-সমাবেশ কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা জাসদের উদ্যোগে স্থানীয় চৌমাথায় রংপুর-বগুড়া মহাসড়কে এক বিরাট মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সহ-সভাপতি ও উপজেলা জাসদ সভাপতি বিশিষ্ট সাংবাদিক নূরুজ্জামান প্রধানের সভাপতিত্বে মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ী উপজেলা কমান্ডার আব্দুর রহমান সরকার, ডেপুটি কমান্ডার মজিবর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকার বাদশা, সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু এহিয়া খান, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জাসদ নেতা হযরত আলী, শফিউর রহমান লুলু, সিরাজুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বাবু, পলাশবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি গোলজার রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা শিমুল প্রমূখ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছেন এজন্য তাকে আমরা অভিনন্দন জানাই। বক্তারা আরও বলেন, অপরাধী বা সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।