চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান॥ ফেনসিডিল,গাঁজা,মদ ও কীটনাশক ঔষধ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল, মদ, গাঁজা ও কীটনাশক ঔষধ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি। সোমবার দিনগত রাতে এসব মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬বিজিবির পরিচালক লেঃ কর্নেল এসএম মনিরুজ্জামান বিজিবি এম জানান,সোমবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬বিজিবির মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার কুতুবপুর ঈদগাহ মাঠ থেকে ৩০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। একই রাত ১টার দিকে জেলার জীবননগর উপজেলার মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেদেনীপুর খাল পাড়া ইটের রাস্তার উপর থেকে ১শ”২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করে। এরপর ভোর রাত ৪টার দিকে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার বয়রা গ্রামের বয়রা পাকা রাস্থাার উপর খেকে ১শ”৩০ বোতল ভারতীয় কীটনাশক বীষ আটক করতে সক্ষম হয়। একই রাতে সর্বশেষ ভোর সাড়ে ৪টার দিকে দামুড়হুদার সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদার সুলতানপুর গ্রামের মাঠ থেকে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেওয়া হয়েছে।