সুজানরে ৪৪ তম গ্রীষম কালীন খেলাধুলা ও পুরুষকার বিতরণী অনুষ্ঠান
সুজানগর প্রতিনিধি: ৪৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রসা ক্রীড়া সমিতি কতৃক আয়োজিত গ্রীষম কালীন খেলাধুলা ও পুরুষকার বিতরণী অনুষ্ঠান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন এর সভাপতিত্বে সুজানগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম (অ:দা:)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডিমিক সুপারভাইজার আসিব শামীম জয়, সুজানগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী ও ক্রীড়া শিক্ষিকা অর্চনা চক্রর্বতী, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সাগরকান্দী রিয়াজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জালাল উদ্দীন সহ বিভিন্ন স্কুল ও মাদ্রসার ক্রীড়া শিক্ষক ও আমন্ত্রিত অথিতি বৃন্দ। এ খেলায় ৩৪ ইভেন্টের মধ্যে ফুটবল ও হ্যান্ডবল বালিকা দলে চ্যাপিয়ন হয় শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুটবল বালক দলে চ্যাপিয়ন হয় চিনাখড়া উচ্চ বিদ্যালয়। সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষকার বিতরন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্কুল ও মাদ্রসা ক্রীড়া সমিতি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ।