নড়াইলের লোহাগড়ায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৫ সম্পন্ন হয়েছে
কাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৫ সম্পন্ন হয়েছে। শনিবার ২২ আগষ্ঠ সকাল ৯ টায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রির্টানিং অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস এর পরিচালনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৫ শুরু হয়ে ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে প্রধান নির্বাচন কমিশনার রৌদ্র দ্বীপ চক্রবর্তী এবং মুনিয়া হক বৃষ্টি ও রৃতি¦ক সরকার নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, প্রিজাইডিং অফিসার আফিয়া আবিদা মেহনাজ এবং ৭জন পোলিং অফিসার যথাক্রমে শাহরিয়ার নাদিম জয়, রিফাত বিন আলম, মোঃ তুষার আহম্মেদ, র্শমি সাহা, ইমন কাজী, মোঃ ছাব্বির আহম্মেদ এবং দিপান্বিতা সাহা। লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৫ এ মোট ভোটার ১৭৯৪ জন এর মধ্যে ভোট প্রদান করেন ১২৪৪ । মোট ২৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দিতা করল্ েও ৫ শ্রেনী থেকে সর্বচ্চো বেশি ভোট পেয়ে ৮জন প্রতিনিধি নির্বাচিত হয়। স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৫ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নিরাপদ সড়ক চাই জেলা সদস্য সচিব ও নির্বাচন পর্যবেক্ষক সৈয়দ খায়রুল আলম, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মোঃ হিমায়েত হোসেন, প্রধান নির্বাচন কমিশনার রৌদ্র দ্বীপ চক্রবতী এবং স্টুডেন্টস কেবিনেট প্রধান নির্বাচিত প্রতিনিধি জাবালা নূর ফাহিমা বক্তব্য রাখেন।
পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রির্টানিং অফিসার লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মৃত্যুঞ্জয় কুমার দাস ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন। ফলাফলে ১০ম শ্রেনীতে জাবালা নূর ফাহিমা, ৯ম শ্রেনীতে সাগর কর্মকার, ৮ম শ্রেনীতে মোঃ নাঈম, ৭ম শ্রেনীতে উম্মে হাবিবা ইমা এবং ৬ষ্ঠ শ্রেনীতে শাবানা আক্তার স্টুডেন্টস কেবিনেট প্রধান প্রতিনিধি নির্বাচিত হয় এবং সৈয়দ আশিকুর রহমান, মোঃ সৌরভ হোসেন ্ও ইমাম মেহেদী হাসান ২য় প্রতিনিধি নির্বাচিত হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করে।
শিশুকাল থেকে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রর্দশন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করে গনতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মুল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বেড়ে উঠতে পারবে বলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৫ এর নবনির্বাচিত প্রতিনিধিরা আশাবাদ ব্যাক্ত করেন।