কাহালু সাব-রেজিস্ট্রি ও সেটেলমেন্ট অফিস চলছে ঝুঁকিপূর্ণ ভবনে
কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু সাব রেজিস্ট্রি অফিস ও সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা/কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজকর্ম করছে ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন। যে কোন মহূত্বে বড় ধরণের দুর্ঘটনার অশংঙ্কা। প্রায় ৩০ বছর আগে নির্মিত এই ভবনটি দুটি ছিলো মুনসেফ আদালত ও ম্যাজিস্ট্রেট কোট ভবন। বিএনপি সরকারের আমলে মুনসেফ আদালত ও ম্যাজিস্ট্রেট কোট দুটি জেলা সদরে স্থানান্তর করা হয়। তারপর থেকেই মুনসেফ আদালত ভবনে সাব রেজিস্ট্রি অফিসের কাজকর্ম ও ম্যাজিস্ট্রেট কোটে চলছে সেটেলমেন্ট অফিসের কাজকর্ম। দীর্ঘদিন যাবত এই ভবন দুটির মেজর কোনো সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে ভবন দু’টি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদে ও দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল । প্ল¬াস্টার ও ঢালাই আস্তে আস্তে খসে পড়ে ছাদে ও পিলালের রড বের হয়ে গেছে। অফিস চলাকালীন সময়ে কর্মরত কর্মচারীদের উপরে একধিকবার খসে পড়েছে প্লাস্টার।সামান্য বৃষ্টিপাত হলে ছাদ চুয়ে পানি পড়ে অফিস ঘরের বৈদ্যুতিক পাখা নষ্ট সহ মূল্যেবান আসবাব পত্রে ধরেছে উইপোকা।শুধু তাইনা সাব-রেজিষ্টি অফিস ও সেটেলমেন্ট অফিসের থাকে উপজেলার ১৬০ টি মৌজার প্রজাসাধারণে সহ সমস্ত ভূমির দলির ও রেকর্ড পত্রের মত গুরুত্বপূর্ণ কাগজ-পত্র থাকে। ভবন দু’টি সংস্কারের জন্য ঐ অফিসের কর্মকর্তারা উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসলেও ভবন দু’টি আজও সংস্কার করা হয়নি। অথচ রেজিষ্টি অফিস ও সেটেলমেন্ট অফিস দুটি হতে প্রতিবছর সরকার মোটা অংকের রাজস্ব পেয়ে থাকেন। বিষয়টি নিয়ে সাব-রেজিষ্টার শাহ আলম ও উপজেলা সেটেলমেন্ট অফিসার জাহিদুল বারীর সাথে কথা বলা হলে তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা অত্যান্ত ঝঁকি নিয়ে মাসের পর মাস এই অফিসে কাজ করলেও আমাদের জীবনের ও কথার কোনই গুরুত্ব দেননা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।