মরিচ চাষে আর্থিক ভাবে লাভবান ঝিনাইদহের কৃষক

IMG_20150818_084020আলিফ আবেদীন গুঞ্জন : দেশের অন্যতম প্রয়োজনীয় ও ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা মরিচের আবাদ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন ঝিনাইদহের কৃষক ওমর আলী।
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের হাজী ডাংগা গ্রামের কৃষক ওমর আলী জানান, এ বছর ৩০শতক জমিতে মরিচ চাষ করে ৫০হাজার টাকার মরিচ বিক্রয় করেছেন। ঘন বর্ষায় গাছ মারা না গেলে বর্তমান বাজারে এখনও ৬০ থেকে ৭০ হাজার টাকার কাঁচা মরিচ বিক্রয় করবেন বলে তিনি জানান।
একই গ্রামের কৃষক মহর ম-ল, ও কওসার মন্ডল জানান, আমরা দু’জেনে দেড় বিঘা জমিতে কাঁচা মরিচের চাষ করেছ্ ি।আমাগো মনে করেন যে,একেক হাটে ৪০ থেকে ৪৫ হাজার টাকার ঝাল বিক্রয় করে বাড়ি আসি। তবে ওই গ্রামের কয়েকজন স্থানীয় কৃষক জানান আমাদের যদি সরকারি ভাবে প্রশিক্ষন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় তাহলে আরও ফলন বেশি পাওয়া যাবে।
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, কৃষকদের মাঠ দিবস, প্রশিক্ষন এবং বিভিন্ন এনজিও দের মাধ্যমে প্রশিক্ষন ও কৃষকদের অধিক ফলন লাভের আশায় কৃষকদের এ সফলতা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *