সাপাহারে পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

photo sapahar-21-08,15
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ও দূর্গা উৎসব সুষ্ঠ ও সুন্দর ভাবে উদযাপনের লক্ষে শুক্রবার বেলা ১১টায় সাপাহার বাজার কেন্দীয় কালী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মন্মথ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিভাষ মজুমদার (গোপাল)। বিশেষ অতিথি নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক তুহিন কান্তি চৌধুরী (পঙ্কচ)।
অন্যাদের মধ্যে সাপাহার পূজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, ধরনী ধর সাহা, অশ্বিনী সাহা, সুরেন্দ্র নাথ সাহা, পরিমল রায় প্রমুখ বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে এলাকার অসংখ্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে মন্দিরের সামনে পূজা উদযাপন পরিষদের সদস্য ও সাপাহার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত বিকাশ চন্দ্র সাহা, সদস্য হরেন্দ্র নাথ মাষ্টার ও নারায়ন দেবনাথের আত্মার শান্তি কামনা করে শ্রীমদ্ভগবত গীতা পাঠ করে ১মিনিট নীরবতা পালন করা হয়। সভায় আগামী ৫ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সুষ্ঠ ভাবে পালনের লক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ জন্মাষ্টমীর বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *