ওয়ালটনের সহযোগিতায় টাঙ্গাইলে বোসন সাধারন জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

IMG_20150821_122951
টাঙ্গাইল জেলা প্রতিনিধি : “জ্ঞানের আলোয় উম্মোচিত হোক চেতনার নতুন দিগন্ত” স্লোগানে টাঙ্গাইলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বোসন সাধারন জ্ঞান প্রতিযোগিতা। শহরের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়াল্টনের সহযোগিতায় টাঙ্গাইলের বিজ্ঞান ভিত্তিক সংগঠন ‘বোসন’ এ প্রতিযোগিতার আয়োজন করে।
বিভিন্ন স্কুল ও কলেজের ছয় শতাধিক ছাত্র-ছাত্রী সাধারন জ্ঞানের লিখিত এ প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযেগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদুত বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার-উল-আলম শহীদ ।
বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতানা,ওয়াল্টনের ফাষ্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল-বিন-আনোয়ার ডন,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের চেয়ারম্যান ড. পিনাকি দে, আইসিটি বিভাগের সহযোগি অধ্যাপক আহসান হাবিব,মেজর জেনারে মাহমুদুল হাসান আদর্শ মহা বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন, বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *