সাপাহারে আলোঘর শিক্ষা কেন্দ্রের আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তির দাবীতে র্যালী ও আলোচনা সভা
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে কারিতাস রাজশাহী অঞ্চলের পতœীতলা এরিয়ার আলোঘর প্রকল্পের উদ্যোগে আলোঘর শিক্ষা কেন্দ্রের আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি চাই শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় তিলনা ইউনিয়নের কোলাপাড়া গ্রামের আদিবাসী নেতানেত্রী ও শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী বের হয়। র্যালী শেষে আশির্বাদ প্রকল্পের মাঠ কর্মকর্তা মিসেস ভেরোনিকা বিশ্বাস এর সভাপতিত্বে আলোঘর শিক্ষা কেন্দ্রের আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তির দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন আলোঘর প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, মহজিদপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, কোলাপাড়া শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান, সভানেত্রী নীলমনি এক্কা, স্থানীয় সমাজসেবক আব্দুল কুদ্দুস, বুলবুল হোসেন, লক্ষিপুর আলোঘর শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা মিসেস জুলিয়ানা সরেন, এডুকেশন সুপারভাইজার লরেন্স টুডু প্রমুখ।