দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের রাস্তাটির বেহাল অবস্থা

PIC 20.08.15আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ীর মহল্লায় অবস্থিত শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের রাস্তাটির বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে কোন সংষ্কার বা পাকা করণ না করায় এই রাস্তা দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ বেড়েছে। প্রায় এক কিলোমিটার এই রাস্তা দিয়ে প্রতি দিন শত শত মানুষ চলাচল করে।
জানা গেছে, সান্তাহার পৌর সভার ৪নং ওয়ার্ডের রাস্তাটি রথবাড়ি এলাকা মধ্য দিয়ে শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের পাশ দিয়ে সান্তাহার সাইলো সড়কে গিয়ে সংযোজিত হয়েছে। প্রতিদিনি এই রাস্তা দিয়ে শত শত পথচারী, কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ীরা যাতায়াত করে। বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের দুর্ভোগ বেড়ে যায়। রাস্তায় বৃষ্টি পানি জমে যায়। ফলে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও জনসাধারণের চলাচল কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এই রাস্তাটির বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন দ্রত রাস্তাটি সংস্কারের জন্য মেয়র সাহেবের কাছে আবেদন করবে।
এ ব্যাপারে সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সাথে কথা বললে তিনি জানায়, প্রয়োজনীয় অর্থ প্রাপ্তি সাপেক্ষে রাস্তাটির কাজ বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *