দর্শনা সরকারী অর্নাস কলেজ শিক্ষক সংকট চরমে এইচ এসসি পরীক্ষার ফলাফল চরম বিপর্যয়

darsana-collag-pictur-20-08-15
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ দর্শনা সরকারী অর্নাস কলেজ শিক্ষক সংকট চরমে। বার বার লিখিত দেওয়ার পরও শিক্ষকের অভাবে ঠিক মত ক্লাস হচ্ছে না। ফলে ছাত্র/ছাত্রীরা ক্লাস করা থেকে বঞ্চিত হচ্ছে। গত এইচ এসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় হওয়ায় অভিভাবক মহল তাদের ছেলে মেয়ের খেলাপড়া নিয়ে হতাশ হয়ে পড়েছে। গত এইচ এসসি পরীক্ষায় মোট ৯৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ২৭৫জন ছাত্র/ছাত্রী। এর মধ্যে নিয়োমিত ছাত্র/ছাত্রী ছিলো ৫৩৯ জন এবং অনিয়োমিত ৪০১ জন। মাত্র ২৯ দশমিক ২% পাশ করেছে। এদের মধ্যে ৬৬৫জন ফেল করেছে। ফলে এইচ এসসি পরীক্ষায় ফলাফল চরম বিপর্যয় হয়েছে বলে এলাকাবাসী মনে করছেন। কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার সাহা জানান,শিক্ষক সংকটের কারণে আমাদের কলেজের ফলাফল ভাল হয়নি। বেশির ভাগ ছাত্র/ছাত্রী ইংরাজী পরীক্ষায় ফেল করেছে। আবার ইংরাজী পরীক্ষার প্রশ্নপত্র একটু র্হাড হয়েছে। এছাড়া ২ বিষয় ৯২ জন ফেল করেছে। মুলত শিক্ষক সংকটের কারণেই আমাদের কলেজের ফলাফল ভালো হয়নি। যেখানে প্রতিটি বিষয়ের জন্য ৩জন করে শিক্ষক থাকার কথা সেখানে কোন বিষয়ে একজন কোনটায় নেই। এভাবে কি কলেজ চালানো যায় বলো। বাংলায় ১জন,রাষ্ট্র বিজ্ঞানে ২জন, রসায়ন বিজ্ঞানে ২জন পদার্থ বিজ্ঞানে ২জন,গণিতে ২জন,অর্থনীতিতে ২জন,উদ্ভিত বিজ্ঞানে ১জন,ইসলামের ইতিহাসে ১জন, প্রাণী বিজ্ঞানে ৩জন,ইতিহাস বিভাগে ৩জন,হিসাব বিজ্ঞানে ২জন,দর্শণ বিভাগে ১জন, শরীর চর্চা বিভাগে ১জন ও লাইব্রেরিয়ান বিভাগে ১ জন শিক্ষকের প্রয়োজন থাকলেও তা নেই। অধ্যক্ষ শ্যামল কুমার সাহা আরো জানান, আমরা বার বার স্থানীয় সংসদ সদস্যকে ও ডিজি বরাবর লিখিত পত্রের মাধ্যমে ২৩ জন শিক্ষক সংকটের কথা জানিয়ে কোন ফলাফল হচ্ছে না। এছাড়া ৪টি বিষয়ে অর্নাস কোর্স চালু হয়েছে সেখানে শিক্ষক সংকট থাকলে কিভাবে কলেজ চালবে। ছাত্র/ছাত্রী ও অভিভাব মহলের দাবী অনতি বিলম্বে শিক্ষক সংকটের সমাধান করে দর্শনা সরকারী কলেজের ফিরিয়ে আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *