চুয়াডাঙ্গার দামুড়হুদায় খেলার মাঠ দখলকে কেন্দ্রকরে পুলিশের সাথে সংঘর্ষ॥ পুলিশের গুলিবর্ষন মহিলা গুলিবিদ্ধ পুলিশসহ আহত-৩।

DSC08732
হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিষœুপুর গ্রামে শতবর্ষের খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে পুলিশ জনতা সংঘর্ষে পুলিশের ১০রাউন্ড গুলি বর্ষন এক পুলিশ কনেষ্টবলসহ ৩জন আহত। ঘটনা ঘটেছে। পলিশের শর্টগানের গুলিতে এক মহিলা গুলিবিদ্ধ ও এক পুলিশসহ ৩জন আহত হয়েছে। আহতরা হলেন, চামেলি খাতুন (২২) আঃ হান্নান(৪৫) ও পুলিশ কনেষ্টবল গোলাম রসুল ।
আহতরা চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।বুধবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামরুজ্জামান জানায়, বুধবার সকাল ১০টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার বিষœুপুর গ্রামের শতবর্ষে ফুটবল খেলার মাঠের অর্ধেক জমি বিষœুপুর গ্রামের মৃত্যু ঝড়– মন্ডলের ছেলে আব্দুল জলিল গং নিজের জমি দাবি করে মাঠের অর্ধেক জমির মধ্যে টিনের ছাপড়া তুলে বাসের রেলিং দিয়ে ঘিরতে থাকে এ সময় স্কুল কমিটির লোকজন বিষœপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে বাধা দেয় এসময় জলিল গং পুলিশের উপর চড়াও হয়ে গোলাম রসুল নামে এক পুলিশ কনেষ্টবলকে মারধোর করে। এর পর ক্যামপুলিশ দামুড়হুদা মডেল থানায় খবর দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে জলিল গং পুলিশের উপর চড়াও হলে পুলিশ পরিস্থিতি শান্ত করতে শর্টগানের ১০রাউন্ড গুলি বর্ষনকরে। এসময় পুলিশের শর্টগানের গুলিতে বিষœপুর গ্রামর চামেলি (২২) নামের এক মহিলা গুলিবিদ্ধ হয়। ও আব্দুল হান্নান (৪৫) পুলিশের লাঠির আঘাতে আহত হন। গুলিবিদ্ধ চামেলির অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পুলিশ কনেষ্টবলকে দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তিকরা হয়েছে। পরে দুপুরের দিকে পুলিশ খেলার মাঠটি দখলমুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *