জাতীয় শোক দিবসের রাতে শরণখোলায় সংখ্যালঘু পরিবারের বসত বাড়ি জবর দখল : পুলিশি হস্তক্ষেপে মালামাল ভাংচুর, গ্রেপ্তার ৩

sharonkhola picture (1) 15.08.2015বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় জাতীয় শোক দিবসের রাতে মন্দিরের সেবায়িত দ্বিজেন্দ্রনাথ হালদার নামের এক সংখ্যালঘুর বসতবাড়ি তান্ডব চালিয়ে জবর দখল করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র, প্রার্থনা মন্দির ভাংচুর, জমির দলিল, নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছে দখলদার পক্ষের দুই মহিলাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। এ সময় অন্যরা পালিয়ে যায়। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জাতীয় শোক দিবসের রাতে পুলিশ ব্যস্ত থাকার সুযোগে দূর্বৃত্তরা এ হামলার সুযোগ নেয়। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে আতংক বিরাজ করছে।
পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দরিদ্র দ্বিজেন্দ্রনাথ হালদার সাথে প্রতিবেশী হাবিবুর রহমান শরীফের পুত্র আ. রাজ্জাক ডালিম শরীফের দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। শুক্রবার গভীর রাতে ডালিমের নেতৃত্বে ২৫/৩০ জন ভাড়াটে সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে দ্বিজেন্দ্রনাথের বাড়ীতে হামলা চালায়। এ সময় ওই সন্ত্রাসীরা বসত ঘর দখল করে সংখ্যালঘু ওই পরিবারকে জোরপূর্বক নামিয়ে দিয়ে ঘরের প্রার্থনা মন্দির, দেব-দেবীর ছবি, আসবাবপত্র ও মূল্যবান মালামাল ভাংচুর করে। তারা নগদ প্রায় ৫৬ হাজার টাকা, জমির দলিল ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
সূত্র মতে, সন্ত্রাসীরা পার্শ¦বর্তী সার্বজনীন গোবিন্দ মন্দিরের তালা ভেঙে দান বাক্সে থাকা আনুমানিক ১০ হাজার টাকা লুট করে নেয় বলে রাজাপুর সার্বজনীন শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের সেবায়িত দ্বিজেন্দ্রনাথ হালদার জানায়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জু শরণখোলা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দ্বিজেন হালদারের বসত ঘর থেকে ডালিমের মা, ভাই সোলায়মান (২৮) ও তার স্ত্রী লাফছি আক্তার সুমিকে আটক করে। এ সময় ডালিম ও তার পিতা হাবিবুর রহমান সহ সংগীরা মটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ সময় পুলিশের সহায়তায় দ্বিজেন্দ্রনাথের পরিবার আবার বসত বাড়ীতে অবস্থান নেয়। দ্বিজেন্দ্রনাথ ও তার পুত্র দিলিপ কুমার বলেন, ডালিম জাল জালিয়াতীর মাধ্যমে ৩ বছর পূর্বে মন্দিরের জমি সহ তার বসত বাড়ী দখল করার উদ্দেশ্যে ভুয়া কাগজ পত্র তৈরী করে। এ ব্যাপারে জানতে চাইলে ডালিম বলেন, তিনি বা তার কোন লোকজন ওই বাড়ীতে হামলা বা লুটপাট করেনি। ২০১২ সালে দ্বিজেন্দ্রনাথ ওই সম্পত্তি তার নিকট বিক্রি করলেও, দখল দিচ্ছে না। তাই তার বাবা-মা ওই বাড়ীতে থাকতে গিয়েছিল মাত্র।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ, মোঃ রেজাউল করিম জানান, ঘটনার সাথে সাথে খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ৮ টি দলিল ফাইলের মধ্যে ৫টি উদ্ধার করা হয়েছে। ডালিমকে গ্রেফতারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্থ পরিবার আইনী সহায়তা চাইলে ব্যবস্থা নেয়া হবে। শনিবার ৫ টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *