কয়রায় বনদস্যু আজিজুল অস্ত্র ও গুলি সহ আটক
কয়রা প্রতিনিধি : কয়রায় সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনীর সদস্য আজিজুল (৩৫) একটি বিদেশী তৈরি বন্দুক ও ৪ রাউন্ড বন্দুকের কাটুজ সহ পুলিশের হাতে আটক। জানাগেছে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কয়রার চাঁদআলী ব্রীজের কাছ থেকে তাকে আটক করা হয়। এসময় কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার, এস.আই প্রবীন, এ.এস.আই আজিজ ও ইমরানের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন। বনদস্যু আজিজুল শেখের বাড়ী কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামে, তার পিতার নাম মৃত হাফেজ শেখ। আজিজুল বর্তমান বনদস্যু বাহিনী প্রধান জাহাঙ্গীরের সক্রীয় সদস্য এবং সে পূর্বে ইলিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসাবে দায়িত্ব পালণ করার পর ইলিয়াস ভারতে চলে যাওয়ার পর জাহাঙ্গীর বাহিনীতে যোগ দিয়েছেন। এব্যাপারে কয়রা থানায় মামলা হয়েছে। মামলা নং- ১৫, তাং- ১৫/০৮/২০১৫ ইং। জানাগেছে আজিজুল দু’ বছর আগেও গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন।