মহেশপুর পল্লি বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান
মানিক বেপোরয়া ।: জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলা পল্লি বিদ্যুৎ সমিতি যেন দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনিত হয়েছে বলে জানা যায়। অনুসন্ধানে জানা যায় মহেশপুর উপজেলা পল্লি বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান মানিকুজ্জামান ওরফে মানিক ,ডিপুটি জেনারেল ম্যানেজারের যোগ সাজসে বেপোরয়া ভাবে ঘুষ ব্যানিজ্য চালিয়ে যাচ্ছে এবং এই ঘুষের টাকা দিয়ে গ্রামের বাড়িতে ক্রয় করেছে প্রায় ১০/১২ বিঘা জমি ও তৈরি করেছেন আলিসান অট্রালিকা । মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মোঃ শফিউল্লার পুত্র মোঃ আবুল হোসেন (৩৫) অভিযোগ করেন যে অদ্য হইতে প্রায় ০৫মাস পৃর্বে মহেশপুর পল্লি বিদ্যুৎ সমিতির কর্মরত লাইনম্যান পরিচালনাকারি দুর্নীতিবাজ কর্মচারি মানিকুজ্জামান ওরফে কালো মানিক (৪২) পিং মৃত তাসেন উদ্দিন সাং রামপাড়া থানা বাখাতি পাড়া জেলা নাটোর (বর্তমানে মহেশপুর পল্লি বিদ্যুৎ সমিতির কোয়াটারে থাকেন ) আবুল হোসেন কে রাইচ মিলের অনুমদন করিয়া দিবেন এবং টেনাস মিটার পরির্বত্তন করে দিবে মর্মে নগদ ৫৩০০০ তিপ্পান্ন হাজার টাকা ঘুষ গ্রহন করেন ঐ সময় দুর্নীতিবাজ ঘুষখোর লাইনম্যান মানিক একমাসের মধ্যো আবুল হোসেনের কাজ করে দেওয়ার অঙ্গিকার করলেও আজঅব্দি সেউক্ত কাজ না করে দিনের পর দিন আবুল হোসেন কে বিভিন্ন প্রকার টাল বাহানার কথা বলিয়া ঘুড়াতে থাকে । এক পর্যায় আবুল হোসেন ঘুষখোর দুর্নীতিবাজ মানিকের নিকট তার পাওনা টাকা চাহিলে মানিক ক্ষিপ্ত হইয়া আবুল হোসেন কে মিথ্যা বিদ্যুৎ চুরির মামলা দিয়া জেল হাজতে প্রেরণ করেন । আবুল হোসেন মিথ্যা চুরি মামলায় জাবিনে বাড়িতে ফিরিয়া মানিকের দুর্নীতি প্রসঙ্গে এবং ন্যায় বিচার পাইতে মহেশপুর পল্লি বিদ্যুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রকার বিচার না পেয়ে দ্বাওে দ্বারে ঘুড়ছেু ।এলাকাবাসি বলেন ুদুর্নীতিবাজ ঘুষখোর মানিক বড়বাড়ি গ্রামের আজগর আলীর ইস্যুকৃত বিদ্যুৎ এর মিটার মোটা অংকের টাকার বিনিময় একই গ্রামের তোফাজ্জেল হোসেনের পুত্র মশিয়ারের বসত বাড়িতে লাগাইয়াছেন ুএকই কায়দায় মানিক, মনিরুলের ব্যাবসায়িক বিদ্যুৎ মিটার সালামের বসত বাড়িতে ও ময়না বিবির ইস্যুকৃত মিটার ইছানুরের বাড়িতে দিয়া হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা ্ বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সুনামের সহিত কাজ করে যাচ্ছে সেখানে মানিকের মত ঘুষখোর দুর্নীতিবাজ কর্মচারি ও কিছু সংখ্যক অসাধু কর্মকর্তারা সরকারের সুনাম নষ্ট করতে গভীর চক্রান্তে লিপ্ত রয়েছেন । ঘুষখোর দুর্নীতিবাজ লাইনম্যান মানিকের দৃর্নীতি বন্ধে ও এলাকার নিরিহ মানুষকে হয়রানি করিতে আর যাহাতে মিথ্যা মামলা দায়ের না করিতে পারে তদ মর্মে বাংলাদেশ পল্লি বিদ্যুৎ সমিতির উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসি ।