ভারত থেকে ফেরার পথে ১০ বাংলাদেশি আটক
শেখ নাসির উদ্দীন,বেনাপোল : যশোরের বেনাপোলে সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার অভিযোগে ১০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১২ আগস্ট) ভোর ৫টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- যশোরের ইসলামের ছেলে রবিউল(২২), বাগেরহাটের জিহাদের ছেলে আল আমিন(২৫) নড়াইলের রবিনদাসের ছেলে বিকাশ(২৪), জুড়োন দাসের ছেলে বিনোদ দাস(৬৫), নগেন দাসের ছেলে সুসিল চন্দ্র(৫০),খুলনার বাদশার স্ত্রী শাহিদা(২০), কেসব দাসের স্ত্রী দিপিকা দাস(১৭), সুশীল বৈদ্যের স্ত্রী পুতুল(৩৭), ছেলে তপু(১৮) ও বরিশালের সুনিলের স্ত্রী কবিতা বিশ্বাস(৩০)।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউদ্দিন প্রতিবেদককে বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে দালালরা এসব নারী-পুরুষদের ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।