প্রশাসনিক সভায় ব্যাপক প্রস্তুতি: সৈয়দ মইনুদ্দীন হাসানীর ৪র্থ বার্ষিক ওরশ ১৭-১৮ আগষ্ট
ফটিকছড়ি প্রতিনিধি : সূফীসাধক, ইমামে আহলে সুন্নাত, শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)’র ৪র্থ বার্ষিক ওরশ শরীফের প্রশাসনিক সভা গতকাল মঙ্গলবার মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া মইনীয়া মন্জিলের সেমিনার হলে সহকারী কমিশনার (ভূমি) মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.)।
সভায় ফটিকছড়ি থানার এস আই শফিক-২, নাজিরহাট হাইওয়ে পুলিশ ইনচার্জ জাহাংগীর আলম, সেনিটেশন কর্মকর্তা রোকনুজ্জামান, আনজুমানের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্হাজ্ব কবির চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম তালুকদার, সাংবাদিক এম এস আকাশ, এডভোকেট বাবর, মাওলানা সালাউদ্দিন, মাওলানা বাকের ভুইয়া, ইউপি সদস্য আমান উল্লাহ, আওয়ামীলীগ নেতা মো. ইছমাইল, পরিবহন নেতা এসকান্দর বক্তব্য রাখেন।
প্রশাসনিক সভায় দেশের নানা স্থান থেকে বিভিন্ন পরিবহনে ওরশে যোগদানকারী ভক্ত জনতার নিরাপত্তা প্রদান, যানজট নিয়ন্ত্রণ, বিশাল এলাকায় আলোকসজ্জার ব্যবস্থা, শান্তি শৃংখলা রক্ষা র্যাব, পুলিশ, আনসার বাহিনী ও মঞ্জিলের নিজস্ব সেচ্ছাসেবক নিয়োগ, সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, খাবার হোটেলের উপর নজরদারি, মুল্য তালিকা নির্ধারণ, লায়লা কবির কলেজ মাঠে ও আজিম নগর স্কুল মাঠে গাড়ি পার্কিং, একটি মেডিকেল টিম সার্বক্ষনিক চিকিৎসা সেবা দেওয়া, একটি ভ্রাম্যমান আদালতের টিম সার্বক্ষনিক নজরদারী করা ও তাৎক্ষনিক বিচারিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।