গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : সেচ্ছাসেবি সংগঠন সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট (সি,পি,এইচ,ডি)’র অর্থায়নে সংগঠনের সি,ই,ও সামি আমীর ফয়সলের ২১তম জন্মদিন উপলক্ষে আজ বুধবার দুপুরে গোপালপুরের সূতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ১২১জন দরিদ্র ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মীর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের বৃহত্তর ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের প্রধান সমন্বয়কারি আবদুল আজিজ খান অটল।
বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সাত্তার, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান, মুহাম্মদ সাইফুল ইসলাম, আনোয়ারুল হক বুলবুল, সংগঠনের সেচ্ছাসেবি মো. মনা মিঞা, আল-আমিন, রিপন মিয়া প্রমুখ।
এসময় বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির একশত ২১জন দরিদ্র ক্ষুদে শিক্ষার্থীকে বিনামূল্যে একটি করে খাতা, কলম ও কাঠ পেন্সিল বিতরণ করা হয়।
প্রসঙ্গত, সংগঠনটি গত তিন বছর যাবৎ নানা রকমের সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে বলে জানা যায়।