পাবনার ফরিদপুরে উপজেলার সড়ক গুলোর বেহাল অবস্থা ॥ যাতায়াতে দূর্ভোগ

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বেশিরভাগ সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক গ্রলোর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। এই সমস্ত সড়ক দিয়ে যানবাহনতো দূরের কথা, জণসাধারণের চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলা সদর বনওয়ারীনগর বাজার সড়ক, গোপালনগর সড়ক, সোনাহারা সড়ক, থানাপাড়া বাসষ্ট্যান্ড সড়ক, রুলদহ সড়ক, দিঘুলিয়া ঘাট সড়ক, সোনার বাংলা ক্লাব সড়ক। এ সমস্ত সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। এছাড়াও ফরিদপুর উপজেলার সড়কের অবস্থা ভাল নয়। এ সমস্ত রাস্তা প্রতি বছরই বিনষ্ট হয়। বিশেষ করে বর্ষকালে বৃষ্টির ফলে ড্রেণগুলো পানিতে ভরে গিয়ে সড়কের উপরে উঠে পরে এই সড়কগুলো দিয়ে ভারী যানবাহন চলাচল করায় সড়কগুলো নষ্ট হচ্ছে। গত কয়েকদিনের টানা বর্ষনে সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল জানায়, এ সমস্ত রাস্তাগুলো নির্মানের সময় ঠিকাদার নি¤œ মানের ইট, বালু, খোয়া দিয়ে রাস্তাগুলো নির্মান করায় অল্প দিনের মধ্যেই তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এ ব্যপারে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ নীরব। রহস্য কি? তদন্ত হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *