চুয়াডাঙ্গার দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে অবৈধ করিমন দূর্ঘটনায় ৪ জন মারাত্বক আহত
হাবিবুর রহমান.চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে অবৈধ করিমন দূর্ঘটনায় ৪ জন যাত্রী মারাত্বকভাবে আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী কার্পাসডাঙ্গার ছ’মিল ব্যবসায়ী আলতাফ জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে দর্শনা থেকে ছেড়ে আসা একটি অবৈধ করিমনে চেপে একটি শিশুসহ ৩ জন কার্পাসডাঙ্গায় আসছিলো। কার্পাসডাঙ্গা গাউসিয়া বিস্কুট কারখানার সামনে পৌছুলে অবৈধ করিমন চালক দর্শনা পৌরসভার শ্যামপুর পাইপঘাট এলাকার মন্টুর লুঙ্গি করিমনের ফিতের সঙ্গে জড়িয়ে গেলে সেটা উল্টে যায়। এ সময় করিমন থেকে ছিটকে সড়কে ওপর পড়ে মারাত্বকভাবে আহত হয় পিরপুরকুললা গ্রামের যুগিরপাড়ার মরহুম আমির হোসেনের ছেলে রফিকুল (৬৫) ও তার স্ত্রী শামসুন্নাহার ( ৫০) ও তাদের নাতী নয়ন ( ৫)।
ঘটনার পর স্থানীয় লোকজন মারাত্বকভাবে আহত রফিকুলকে আশন্কাজনক ও তার স্ত্রী শামসুন্নাহারকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে মারাত্বক কোন আঘাত না হওয়ায় আহতদের নাতী নয়নকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এছাড়া আহত করিমন চালক মন্টুকে তার বাড়িতে পাঠানো হয়েছে।