আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ড:প্রায় ১০লক্ষ টাকার মালামাল ভস্মীভুত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে গত সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানিপুর বাজারের রাবিয়া আনাম রাইস মিলে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাবিয়া আনাম রাইস মিলে রাত সাড়ে দশটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে রাইস মিলের সকল ঘরে। এলাকাবাসী আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর পৌছালে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভায় ফায়ার সার্ভিস। কিন্তু আগুনের লেলিহান শিখার ছোবলে বাঁচতে পারেনি মিলটি।এই সময়ের মধ্যে আগুনে পুড়ে য়ায় রাইস মিল, গোডাউন ঘরে রাখা ব্যাটারি চালিত ৯টি চার্জার ভ্যান, হলুদ, ঝাল, তেল, গম, ধান ও মরিচ ভাঙ্গানো যন্ত্রপাতি, ৯ বস্তা চাউল, ২০ বস্তা গুড়া ও একটি ছাগল। এতে প্রাই ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আত্রাই ফায়ার সার্ভিসের ভারপাপ্ত ষ্টেশন অফিসার মোঃ মাহবুল আলম। ক্ষতির পরিমান আরো বাড়তে পারে বলেও জানান তিনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।