বেনাপোল বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল আটক
শেখ নাসির উদ্দীন : যশোরের বেনাপোল সীমান্তবর্তী পুটখালি গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
তবে এ সময় কোন চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।
শুুক্রবার (৭ আগষ্ট) সকাল ১০ টায় বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী পুটখালি গ্রামের টাংকি মোড় এলাকা থেকে ২৯০ বোতল ফেনসিডিল আটক করা হয়।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আব্দুর রহিম বলেন, বিজিবির একটি টহল দল সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৭ আগস্ট (শুক্রবার) সকালে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী টাংকি মোড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৯০ বোতল ফেনসিডিল আটক করে। আটককৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ১,১৬,০০০/- টাকা বলেও জানান তিনি।