শুরু হচ্ছে ভোটার তালিকা কাহালুতে ভোটার তথ্য সংগ্রকারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
কাহালু(বগুড়া)প্রতিনিধি : ৯ আগষ্ট থেকে কাহালু উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুর হবে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ৭৮ জন তথ্য সংগ্রহকারী ও ১৯ জন সুপার ভাইজারের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা কাহালু টি এন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তায়েব আলী,রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার সুভাষ চন্দ্র সরকার,বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার ইউনূছ আলী,শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন, কাহালু উপজেলা নিবাচন অফিসার সুদীপ কুমার রায়। তথ্য সংগ্রকারীরা বাড়ী বাড়ী গিয়ে যাদের(জন্ম) বয়স ২০০০ সালের জানুয়ারী বা তার পূর্বে এমন সব নাগরিকের তথ্য সংগ্রহ করবে এবং যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের নাম ভোটার তালিকা হতে কর্তন করবেন এবং কোন ভোটার এক এলাক হতে অন্য এলাকায় স্থানান্তর হতে চাইলে তাকে স্থানান্তর করা হবে।এ সংক্রান্ত গত ২৬ জুলাই উপজেলা সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি ইউনিয়ন ও পৌর সভায় নিু সময় সূচী অনুযায়ী উদ্বৃদ্ধকরণ সভা অনুষ্ঠিত হবে। কাহালু সদর ইউনিয়ন পরিষদ ভবনে ০৮/০৮/২০১৫, পাইকড় ইউনিয়ন পরিষদ ভবনে ও কাহালু পৌর সভা ভবনে ০৯/০৮/২০১৫, জামগ্রাম ইউনিয়ন পরিষদ ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদ ভবনে ১০/০৮/২০১৫, কালাই ইউনিয়ন পরিষদ ভবনে ও মুরইল ইউনিয়ন পরিষদ ভবনে ১১/০৮/২০১৫,বীরকেদার ইউনিয়ন পরিষদ ভবনে ও নারহট্ট ইউনিয়ন পরিষদ ভবনে ১২/০৮/২০১৫ এবং মালঞ্চা ইউনিয়ন পরিষদ ভবনে ১৭/০৮/২০১৫। বর্তমান ভোটার তালিকা অনুযায়ী উপজেলার মহিলা ৮১ হাজার ১৯৪ জন ভোটার সহ উপজেলার মোট ভোটার ১ লাখ ৬ হাজার ৮৬১ জন।২৪ জানুয়ারী হতে শুরু হবে ছবি উত্তোলন ও রেজিষ্টিশনের কাজ চলবে ৫ সেপেটম্বর পর্যন্ত।