বেনাপোল বন্দর দিয়ে আমদানী রপ্তানী বানিজ্য বন্ধ

benapole border picture--02-08-15.
শেখ নাসির উদ্দীন,বেনাপোল : বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোলে সড়ক’র ওপর গাছ পড়ে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানী রপ্তানী বন্ধ রয়েছে।

বেনাপোল চেকপোষ্ট কাষ্টম’স এর সহকারী কমিশনার মাহাবুব হাসান জানান, ভারতের পেট্রাপোল বন্দরের সংযোগ সড়কের উপর গত কাল রাতে দুটি গাছ ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে আছে। সড়ক বিচ্ছিন্ন থাকার কারনে সকাল হতে কোন পন্যবাহী ট্রাক ভারত থেকে আমদানী পন্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি এবং বেনাপোল থেকেও রপ্তানী পন্য নিয়ে কোন ট্রাক ভারতে প্রবেশ করেনি। আমদানী রপ্তানী বন্ধ থাকার কারনে দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পন্য বাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানী মুখি গার্মেন্টস শিল্পের কাচামাল রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *