পাবনার ফরিদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সটি ঔষুধ কোম্পানির রিপ্রেজন্টেটিভের দখলে ॥ গরীব রোগীরা বঞ্চিত
ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজন্টেটিভের হাতে জিম্বি হয়ে পড়ায় এলাকাবাসী প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ঔষধের অপ্রতুলতা, যন্ত্রপাতি সংকট, ডাক্তার ও নার্সদের দায়িত্বে অবহেলা সব মিলিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা দেখা দিয়েছে। এ্যলাকাবাসীর অভিযোগে জানাগেছে, দেড় লক্ষাধিক জনসংখ্যা অধ্যুাষিত ফরিদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজন্টেটিভদের দখলে চলে গেছে। প্রতিদিন সকাল ৯/১০টার দিকে চিকিৎসকদের চারপাশে বসে খোশ গল্পে মেতে উঠে। ফলে দরিদ্র শ্রেণীর রোগীরা চিকিৎসকদের কাছে পৌছাতে না পেরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে বাড়ি ফিরে যেতে হয়। খোশ গল্পের মধ্য দিয়েও যে সমস্ত রোগীরা চিকিৎসকের কাছে পৌছেন তাদেরকে চিকিৎসকরা উপস্থিত রিপ্রেজন্টেটিভকে খুশি করতে তার ঔষধ কোম্পানীর ঔষধের তালিকা সম্বলিত প্রেসক্রিপশন ধরিয়ে দেয়। এ স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন করা জন্য ওটি রুম থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটের কারণে ছোট খাটো অপারেশন করা হয় না। ফরিদপুর উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর এ রকম চিকিৎসা সেবা কেন্দ্র এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ পাওয়াটা একবারে দুরূহ ব্যপার। এ ব্যপারে ফরিদপুর বাসী সংশ্লিষ্ঠ উর্দ্ধৃতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।