ছাত্ররাজনীতির প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে: প্রধানমন্ত্রী

Parvez Pho
অপরাধ তথ্যচিত্র ডেস্ক : ছাত্ররাজনীতির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য ছাত্রলীগের নবনির্বাচিত নেতাদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে সবাই ভাবতে পারে তোমরা জাতিকে কিছু দিতে পারবে। এভাবেই ছাত্রলীগ অন্যদের পথ দেখাতে পারে।’ নবনির্বাচিত ছাত্রলীগ নেতাদের সঙ্গে সোমবার গণভবনে মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বিকেলে এ অনুষ্ঠানে ছাত্রলীগের নতুন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন এবং বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও এতে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জয়ের স্ত্রী ক্রিস্টিন ওভারমেয়ার এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *