বেনাপোল সীমান্তে ৭১০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
শেখ নাসির উদ্দীন,বেনাপোল:- যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া বাজার থেকে ভারতীয় ৭১০টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে ভারত থেকে পাচার হয়ে আসা বিরল প্রজাতির কচ্ছপের এ চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, সকালে ভারত থেকে চোরাই পথে কচ্ছপের বড় একটি চালান বাংলাদেশে আনা হচ্ছিল। খবর পেয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের বোয়ালিয়া বাজারে অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবির ধাওয়া খেয়ে সঙ্গে থাকা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে এসব বস্তার ভেতরে বিরল প্রজাতির ৭১০টি কচ্ছপ পাওয়া যায়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত জানান যে, উদ্ধারকৃত কচ্ছপগুলো দ্রুত যশোর বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।