বেনাপোল সীমান্তে ৮৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
শেখ নাসির উদ্দীন,বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পৃথক অভিযানে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী ও বারোপোতা গ্রাম থেকে মাদকের এই চালান উদ্ধার করা হয়। ২৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, তাদের কাছে গোপন সংবাদ আসে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী ও বারোপোতা গ্রাম দিয়ে মাদকের দু’টি চালান বাংলাদেশে আনা হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই দু’টি সীমান্তে পৃথক অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলেও জানান তিনি।