লোহাগড়ায় ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে বাঁশ বিতরণ
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় ১৯টি ঋষি পরিবারের মাঝে বাঁশ বিতরণ করা হয়েছে। চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গতকাল সাড়ে ১২টায় লক্ষীপাশা মিজানুর নার্সিং হোমের পাশে গোপীনাথপুর গ্রামের ১৯টি দরিদ্র ঋষি পরিবারের মাঝে আয়বর্ধন মূলক কর্মকান্ডের জন্য ৩৩ টা করে বাঁশ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির প্রজেক্ট অফিসার আবেদা সুলতানার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, নিরাপদ সড়ক চাই এর সদস্য সচিব সৈয়দ খায়রুল আলম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাশের আয়বর্ধন মূলক কর্মকান্ডের বিভিন্ন দিক আলোচনা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা দরিদ্র পরিবারের মাঝে বাঁশ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকার সুধিজন।