বেনাপোলে যুবদল কর্মি পলাশ অপহরণ, ১৬ দিনেও তার খোঁজ মেলেনি

Polash Pic--27-07-15.শেখ নাসির উদ্দীন,বেনাপোল : মোবাইল করে বাড়ি থেকে ডেকে নেওয়ার ১৬দিন পেরিয়ে গেলেও বেনাপোলে যুবদল কর্মি পলাশ হোসেন (২৪) বাড়ি ফেরেনি।
১০ জুলাই ২২ রোজায় রাত ৯টার দিকে বেনাপোলের আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন টেনার চাচাতো ভাই মোটর সাইকেল চালক যুবলীগ কর্মি মিজান হোসেন মোবাইলে পলাশকে ডেকে নিয়ে শার্শার শিকারপুর এলাকায় নিয়ে যায়। এর পর পলাশের মোবাইল বন্ধ পাওয়া যায়। পলাশের ভাগ্যে কি হয়েছে তা পরিবারের লোকজন জানে না। তারা পলাশকে অপহরণ করে গুম বা হত্যা করা হয়েছে বলেও আশংকা করছেন।
অপহৃত পলাশ বেনাপোল পোর্ট-থানাধীন ভবারবেড় গ্রামের আব্দুল করিমের ছেলে। সে বেনাপোল বাজারের এক জন ভাঙাড়ি ব্যবসায়ী।

এ ব্যাপারে পলাশের স্ত্রী মোছাঃ পলি বেনাপোল পোর্ট থানায় একটি সাধারন জিডি করেছে। যার নং ৪৫৫,তাং-১২/০৭/১৫। পলাশের পরিবারের লোকজন জানান,অনেক খোঁজা খুজির পর শার্শার লক্ষণপুর বাজার থেকে মিজানকে ধরে কামাল চেয়ারম্যানের নিকটে নিয়ে যায়। সেখানে চেয়ারম্যান কামাল ও বেনাপোল আওয়ামীলীগ নেতা আজিজ আহম্মেদ পুলিশে দেওয়ার কথা বলে মিজানকে জিম্মায় নিলেও দীর্ঘ ১৬দিন পেরিয়ে গেলেও তারা তাকে পুলিশে দেয়নি। পরিবারের দাবী মিজান কৌশলে পলাশকে অপহরন করে কারো হাতে তুলে দিয়েছে। এ জন্য মিজানকে আটক করতে পারলে পলাশকে খুঁজে পাওয়া যাবে। এ ব্যাপারে পলাশের পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। শিঘ্রই পুলিশ এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *