দামুড়হুদার কলাবাড়ী-রামনগর মাঠে ফুটবল ফাইনাল খেলা দিতে গড়িমিসি করায় সংবাদ সম্মেলন॥

DSC08566হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি॥ দামুড়হুদা উপজেলার কলাবাড়ী রামনগর মাঠে রয়েল এক্সপ্রেস টুর্নামেন্টের ২০১৪এর ফাইনাল খেলা দিতে গড়িমিসি করায় সংবাদ সম্মেলন করেছে দামুড়হুদা স্পোটিং ক্লাব। শুক্রবার বিকাল ৫টায় স্পটিং ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে।
দামুড়হুদা স্পটিং ক্লাবের সভাপতি এখলাছ উদ্দীন সুজন লিখিত বক্তব্যে বলেন, গতবছরের ০৯/০৮/১৪ সালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ী-রামনগর মাঠে রয়েল এক্সপ্রেস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ঐ খেলায় আমরা অংশ গ্রহন করি। উক্ত খেলায় ১২/০৯/১৪তারিখে সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ রামনগর দুবাই স্টার ক্লাবকে ৫-৪গোলে পরাজিত করে ফাইনালে উত্তীন হয়। কিন্তু আমরা লক্ষকরছি বছর পেরিয়ে গেলেও খেলার আয়োজক কমিটি নির্ধারিত তারিখে ফাইনাল খেলাটি নাদিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে। এ মতবস্থায় টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি স্থানিয় ইউপি চেয়ারম্যন ইদ্রিস আলির সাথে যোগাযোগ করেও কোন সদুত্তর পাইনি এমনকি রয়েল এক্সপ্রেস এর কর্নধর সালাউদ্দীনের আশ্বাসের প্রেক্ষিতে বছর খানেক অপেক্ষা করে ও কোন ফল পাইনি। সর্বশেষ আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হলাম। এতে সপ্তাহের মধ্যে কোন ফলাফল না পেলে। ক্লাবের কায্যনির্বাহি কমিটির সিদ্ধান্ত মোতাবেক খেলাটি অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার বরাবর স্বারক লিপি দেব। অন্যথায় টুনামেন্ট আযোজক কমিটিকে আইনি নোটিশ পাঠানো ছাড়া কোন পথ খোলা থাকবেনা।
উল্লেখ্য উক্ত খেলায় আমাদের প্রায় ৩লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *