দিনাজপুরের কাহারোলে সর্বত্র আমনের চারা রোপণের ধুম
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় সর্বত্র চলছে আমন ধানের চারা রোপনের ধুম। কৃষকরা চড়া দামে শ্রমিক নিয়ে তড়িঘড়ি করে চারা রোপন করেছেন। চলতি মৌসুমে আগাম বৃষ্টিপাত হওয়ায় অধিকাংশ জমিতে পানি লেগেছে। বীজতলাতে চারাও প্রস্তুত। কাহারোল উপজেলার প্রধান ফসল আমন ধান। আবহাওয়া অনুকুলে থাকায় এবার আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। উপজেলায় সাধারন শ্রাবণ মাস থেকে শুরু করে মধ্য ভাদ্র পর্যন্ত আমন ধানের চারা রোপন করা হয়। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে উপজেলায় সর্বত্রই এখন চলছে আমন চারা লাগানোর ধুম। সব কৃষক এক সঙ্গে চারা লাগানোর কাজ শুরু করে দেওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। ৩শ টাকায় পুরুষ ও ২শ টাকায় নারী শ্রমিকদের মুজুরি দিয়েও তাদের পাওয়া যাচ্ছে না। অধিকাংশ শ্রমিক প্রতি বিঘা জমি ১ হাজার ৩শ থেকে ১ হাজার ৫শ টাকায় চুক্তিতে রোপন করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আখেরুর রহমান জানান, এবার ২০১৫-১৬ মৌসুমে রোপা আমন ফসলের লক্ষ্যমাত্রা হাইব্রিড-১৩৫ হেক্টর, উফশী-১২৬১৩ হেক্টর, স্থানীয় ৪০৪ হেক্টর মোট ১৩ হাজার ১৫২ হেক্টর। আবহাওয়া অনুকুলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে আমন চাষ হবে। এতে করে ফলনের লক্ষ্যমাত্রাও অতিক্রম করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।