গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষে নিহত ১, আহত ২৫, দুই চেয়ারম্যাসহ আটক ২২জন।
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়াম্যান সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত এবং অন্ততঃ ২৫জন আহত হয়েছে। স্বপ্না বিশ্বাস(৩০) নামের ওই গ্রহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে বর্নি র্প্বূপাড়ার বাসিন্দা এসকেন বিশ্বাসের স্ত্রী। তার স্বামী বর্তমান চেয়ারম্যানের সমর্থক।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সন্ধা ৭টা পর্যন্ত থেমে থেমে উভয় গ্র“পর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ সংঘর্ষ ঠেকাতে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠি চার্জ করে। ঘটনাস্থল থেকে বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার ও সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মন্টুসহ উভয় গ্র“পের ২২জনকে আটক করেছে।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র রামদা, সড়কি, চাপাতি, স্যান ও কুড়াল উদ্ধার করে। মারাত্মক আহত ৩জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে বাকিরা বিভিন্ন ক্লিনিকে সিকিৎসা নিয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত এলাকায় গ্রেপ্তার অভিযান চলছে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার সকালে সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মন্টুর সমর্থক হোসাইন ও বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার সমর্থক লাসু জমাদ্দারের মধ্যে রাস্তার ইট উঠানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্র“পের লোকজন লাঠি-সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধায়ায় লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের অন্ততঃ ২৫জন আহত হয়।
আহতদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং আহত ৩জন মহিলাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে স্বপ্না বিশ্বাস মারা যায়।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নেওয়াজ আহমেদ বলেছেন, হাসপাতালে আনার আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে ২২জনকে আটক করে ।
টুঙ্গিপাড়া থানার এস আই একরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমান ও সাবেক চেয়ারম্যান উভয় উভয়ের প্রতিদ্বন্ধী। এদের কারনেই এই এলাকায় প্রায়ই ঝামেলার সৃষ্টি হয়। এই কারনে তাদের দুইজনসহ ২২জনকে আটক করা হয়েছে।