বিএসএফ কর্তৃক বাংলাদেশী গরু আটক; পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

Chuadanga Picture---( BSF Cow Atok)--1
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরের মেদেনীপুর সীমান্তবর্তী মাঠ থেকে বাংলাদেশী কৃষকদের ২১ টি গরু ধরে নিয়ে যাওয়ার ১৬ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, বুধবার বিকাল সাড়ে ৬ টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকায় মেইন পিলার ৬২/৯-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে বাংলাদেশী কৃষকদের ২১ টি গরু ঘাস খেতে খেতে ঢুকে পড়লে ১৭৩ বিএসএফ’র পুটিখালী ক্যা¤েপর জওয়ানরা গরুগুলো ধরে নিয়ে যায় । এরপর উক্ত বাংলাদেশী গরুগুলোর ব্যাপারে বিএসএফ’র পুটিখালী ক্যা¤েপর সাথে যোগাযোগ করা হয় এবং আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বাংলাদেশী গরুগুলো কো¤পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনে সংশ্লিষ্ট মালিকদের ফেরত দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *