শাল্লায় সাইদুর স্মৃতি বৃত্তি/২০১৫ পরীক্ষা ও পুরষ্কার বিতরণ
জেসি বিশ্বাস ,শাল্লা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২০ জুলাই সকাল ১০:০০ টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে, সিলেটস্থ “শাল্লা স্টুডেন্টস এসোসিয়েশন” এর উদ্যোগে এবং ইউনিএইড কোচিং সেন্টার এর সহযোগিতায় সাইদুর স্মৃতি বৃত্তি/২০১৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত সাইদুরের বড় ভাই মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড: অবনি মোহন দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল বাকী, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সূর্যকান্ত রায় ও সহকারি শিক্ষক সঞ্জয় বৈষ্ণব। শাল্লা সোচ্চার নাগরিক ফোরামের শাল্লা শাখার ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জে.সি. বিশ্বাস যতীন। অনুষ্ঠানের ১ম পর্যায়ে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির মোট ১৭৬ জন শিক্ষার্থী অংশ পরীক্ষায় অংশ গ্রহণ করে। এতে ফলাফলে ৬ষ্ঠ শ্রেণিতে ১ম হয়েছে গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী ¯িœগ্ধা রাণী দাস শর্মী, ২য় স্থান প্রাপ্ত হয়েছে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রিন্স তালুকদার (সন্তু) ও ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিপ্লবী দাস ও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিপ্রজিৎ দাস। ৭ম শ্রেণিতে ১ম হয়েছে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র দিপাংশু দাস, ২য় হয়েছে সুপন রায় ও ৩য় হয়েছে মোহন দাস। ৮ম শ্রেণিতে ১ম হয়েছে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র অজিত সরকার, ২য় স্থান পেয়েছে গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী ঐশ্বনিয়া শ্রাবণী এবং ৩য় স্থান প্রাপ্ত হয়েছে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অন্যন্যা দাস। অনুষ্ঠানের ২য় পর্বে উপজেলা গণমিলনায়তনে সাইদুরের আত্মার মাগফিরাত কামনায় দাড়িয়ে ১ মিনিটি নিরবতা পালন করা হয়। অত:পর তাঁর কর্ম জীবনের উপর আলোকপাত শেষে অথিতিবৃন্দ বিজয়ী ছাত্র/ছাত্রীদের হাতে সনদ, ক্র্যাশ, ডায়েরী ও অন্যান্য শিক্ষা উপকরণাদিসহ সম্মানী ভাতা তুলে দেন।