সাংবাদিকরাই পারে সমাজের পরিবর্তন ঘটাতে নওগাঁ পুলিশ সুপার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বলেছেন সাংবাদিকরা জাতির বিবেক সাংবাদিকরাই পারে দেশ, জাতি ও সমাজের পরিবর্তন ঘটাতে। এলাকার মাদক সমস্যা দুরিকরনে তাদের লেখনী শক্তির গুরুত্ব অপরিসীম। তবে এর জন্য এলাকায় সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে, মাদকাসক্ত ছেলেদের অভিভাবকগনকে সচেতন হতে হবে। কমিনিউটি পুলিশিং ব্যাবস্থার সাথে সাংবাদিকদেরও এগিয়ে আসতে হবে তাহলেই সমাজে মাদক সমস্যা সহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে। গত রোববার বিকেলে সাপাহার প্রেসক্লাবে সাংবাদিকদের সথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন। প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার পতœীতলা সার্কেল মোঃ ইয়াসিন আলী, অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান চৌধুরী, সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সম্পাদক আব্দুর রহিম প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় প্রেসক্লাবের সকল সদস্যগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এর আগে উপজেলার আইহাই ইউনিয়ন চাকুরীজীবি কল্যান পরিষদ কর্তৃক আশড়ন্দ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পূনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।