বদলগাছীতে আশ্রায়ন প্রকল্পের কাজ সমাপ্ত না করেই চাল উত্তোলনের অভিযোগ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় ৩টি আশ্রায়ন প্রকল্পের ৪০ ভাগ কাজ সমাপ্ত না করেই শেষ কিস্তির চাল/গম উত্তোলনের অভিযোগ উঠেছে। ২০১৪-১৫ অর্থ বছরের মথুরাপুর ইউনিয়নের নহেলা কাষ্টগাড়ী ২নং আশ্রায়ন প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ ও ক্ষতিগ্রস্ত অংশ পূন:নির্মান প্রকল্পের বিপরীতে ১০৬.৭২৭ মে:টন এবং নহেলা কাষ্টগাড়ী ৩নং আশ্রায়ন প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ ও ক্ষতিগ্রস্ত অংশ পূন:নির্মান প্রকল্পের বিপরীতে ১০১.৬৭১ মে:টন ও কোলা ইউনিয়নের পূর্ব বনগ্রাম আশ্রায়ন সম্প্রসারণ প্রকল্পের বিপরীতে ১১৯.৭৮২ মে:টন চাল/গম বরাদ্দ করা হয়। প্রকল্পের নীতিমালা অনুযায়ী শ্রমিক দ্বারা ৩১মের মধ্যে প্রকল্প গুলোর কাজ সমাপ্তকরণের কথা থাকলেও ৩০জুন পর্যন্ত সময় বৃদ্ধি করা হয় বলে পিআইও অফিস সূত্রে জানা যায়। উপরোল্লিখিত প্রকল্পগুলোর সভাপতিরা শ্রমিকের পরিবর্তে এ্যাসকেভেটর মেশিন দ্বারা মাটির কাজ করে। ৪০ ভাগ কাজ না করেই কাগজ কলমে পিআইওর সহযোগীতায় কাজ সমাপ্তকরণ দেখায়ে শেষ কিস্তির চাল/গম উত্তোলন করেছে বলে সরজমিন তদন্তকালে মথুরাপুর ইউনিয়ন আওয়ামীগ নেতা মোঃ মাসুদ রানা এবং নাম প্রকাশ না করা শর্তে প্রকল্প এলাকাবাসী জানান। অপর দিকে নাম প্রকাশ না করা শর্তে প্রকল্প সংশ্লিষ্ট জনৈক ব্যক্তি জানান পিআইও আব্দুল করিম প্রকল্পগুলোর ডিও এর যাবতীয় কাগজপত্রে সহি স্বাক্ষর নিয়ে খাদ্যশষ্য সভাপতিদের না দিয়ে তার ইচ্ছামত প্রকল্প সভাপতিদের টাকা দেওয়ায় প্রকল্পগুলোর কাজ সমাপ্তকরণ করা বাস্তবে সম্ভব হয়নি। এবিষয়ে ১৪ জুলাই বদলগাছী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল করিম এর সংগে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ্যাসকেভেটর মেশিন দ্বারা মাটির কাজ করানোর বিষয়টি এড়িয়ে গিয়ে পূর্ব বনগ্রাম ও নহেলা কাষ্টগাড়ী ২নং আশ্রায়ন প্রকল্পের কাজ সমাপ্তকরণ করা হয়েছে। তবে নহেলা কাষ্টগাড়ী ৩নং আশ্রায়ন প্রকল্পের কাজ সমাপ্তকরণ না করায় শেষ কিস্তির চাল/গম ফেরৎ দেওয়া হয়েছে।