গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ
এ কিউ রাসেল, গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং হারভেস্ট প্লাস ও ভিআরডিএস’র বাস্তবায়নে আজ মঙ্গলবার কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, ভিআরডিএস’র ডিরেক্টর কৃষিবিদ মো. খায়রুল ইসলাম আকন্দ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হায়দর আলী, এসএপিপিও মো. সেকান্দর আলী, ডিকেআইবি উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, প্রদর্শনী প্লটের কৃষাণী সেলিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন ব্লকে স্থাপিত ৫০শতক আয়তনের ২০টি প্রদর্শনী প্লটের ২০জন চাষীকে জনপ্রতি ১০ কেজি টিএসপি, ১৩ কেজি এমওপি এবং ১৩ কেজি জিপসাম সার বিনামূল্যে বিতরণ করা হয়। এর আগে ওই সব কৃষকদের জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ জাতের ৫ কেজি করে ধানবীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে।