সাপাহার সীমান্তে বাংলাদেশী গরু ব্যাবসায়ীর ২২জন রাখালকে আটক করেছে ভারতীয় পুলিশ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত দিয়ে পার হয়ে ভারতে যাওয়া বাংলাদেশী গরু ব্যাবসায়ীদের ২২জন রাখালকে বামন গোলা থানা পুলিশ আটক করেছে।
অনুসন্ধানে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম হতে প্রায় অর্ধশত রাখাল গরু আনার জন্য গরু ব্যাবসায়ীদের সাথে রাতের অন্ধকারে উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পর দিন রোববার ভোরে তারা গরু নিয়ে দেশে ফেরার সময় ওই এলাকায় বিএসএফ’র কঠোর নজরদারী থাকায় অন্যান্যরা সুযোগ বুঝে দেশে ফিরে আসতে পারলেও ওই ২২জন রাখাল পার হয়ে দেশে আসতে না পেরে পুনরায় তারা আতœগোপন করার জন্য ভারতের অভ্যন্তরে ফিরে যায়। ফিরে গিয়ে তারা ভারতের পাকুয়া হাট এলাকায় অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে ভারতের বামন গোলা থানার পুলিশ অবৈধ অনুঃপ্রবেশের দায়ে তাদেরকে সেখান থেকে আটক করে। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের ওই ২২জন রাখাল বর্তমানে ভারতের বামন গোলা থানা পুলিশের হেফাজতে ছিল বলে জানা গেছে।
আটককৃত গরুর রাখালেরা হলো, উপজেলার রোদগ্রামের ৪জন সহ পশ্চিম বিরামপুর গ্রামের দুরুল হকের পুত্র হেলাল (১৭) মফিজুল হকের পুত্র মতিলাল (১৪) চান মোহাম্মাদের পুত্র ফকির (৩৫) তসলিম এর পুত্র দাউদ আলী (২১) লতিজুলের পুত্র বয়জুল (২৫) মোক্তার মিস্ত্রির পুত্র মনিরুল (৩৫) আলতাস আলীর পুত্র আওয়াল (১৮) লুৎফর রহমানের পুত্র ইসরাফিল (২১) হাপানিয়া আদিবাসী পাড়ার দুরুল হকের পুত্র শাহ্ আলম (১৬) আদিবাসী বিরসার পুত্র অনিল (২০) সনোয়ার পুত্র দুলাল (১৭) রুবিয়ার পুত্র হরিমন (১৪) সুনিল এর পুত্র ছবিলাল (১৪) কৃষ্ণসদা গ্রামের মোরশেদ (ঝাটু)র পুত্র মাসুদ (২২) লালচানের পুত্র শাকির (১৬) মৃত খায়রুলের পুত্র হাবিল (১৮) ফজলুর রহমানের পুত্র ফারুক (২১) হাপানিয়া শিয়ালমারী গ্রামের আবুল কালামের পুত্র জাহাঙ্গীর আলম (৩২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *