বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজে দুর্ধর্ষ চুরি
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ঐতিহ্যবাহি খানজাহান আলী ডিগ্রি কলেজে অধ্যক্ষের কার্যালয়সহ ৩টি অফিস কক্ষের জানালার গ্রিল ভেঙে রহস্যজনক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে কলেজ কর্তৃপক্ষ ধারনা করছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজা খানম বলেন, পুলিশ আসার আগে আমরা কোন কিছুতে হাত দেই নি কারন তাতে চুরির আলামত নষ্ট হতে পারে । দুটি কক্ষের সবগুলো আলমারী ভাঙা এবং সকল কাগজপত্র তছনছ করা হয়েছে। এ সব আলমারীতে কলেজের দলিল পত্র থেকে শুরু করে অনেক মূল্যবান কাগজ পত্র ছিলো। চুরির বিষয়টি আমাদের কাছে রহস্য জনক মনে হচ্ছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। কলেজে রাতে দু’জন নাইট গার্ড পাহারায় থাকা সত্বেও, এমন চুরির ঘটনা জনমনে নানা প্রশ্নের উকি দিচ্ছে । সোমবার সকাল ১০টার দিকে কলেজর পিওন অন্য দিনের মত অধ্যক্ষের কার্যালয়ের তালা খোলার পর বিষয়টি নজড়ে পড়ে। কলেজের পিওন ননি গোপাল ব্যানার্জি তখনই কলেজের অধ্যক্ষ মাহফুজা খানমকে জানালে, তিনি পুলিশে খবর দেন । বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। কলেজ কর্তৃপক্ষ আরো জানান, কলেজে এসে অধ্যক্ষের কার্যালয়, ব্যবস্থাপনা (বিএম ও কারিগরি) শাখার অফিস কক্ষ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষের জানালার গ্রিল ভাঙা দেখতে পেয়েছেন । অধ্যক্ষের কার্যালয়, ব্যবস্থাপনা (বিএম ও কারিগরি) শাখার অফিস কক্ষে থাকা আলমারীতে রাখা সকল কাগজ পত্র তছনছ করা অবস্থায় দেখতে পান। কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে কলেজের দুটি ল্যাপটপ, একটি ইন্টারনেট মোডেম ও মূল্যবান কাগজ পত্র খোয়া গেছে বলে ধারনা করছে । নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন শিক্ষক জানান, কলেজটি সরকারি করণের জোর প্রক্রিয়া চলছে। ঈদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কলেজেটিতে পরিদর্শনে আসার কথা রয়েছে । কলেজটি যাতে সরকারি করন হতে না পারে সেজন্য কোন মহল পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তোজাম্মেল হক বলেন, দু’জন নাইট গার্ড থাকা সর্ত্বেও কলেজে কি ভাবে রাতে এ ধরনের চুরি হয় আমরা বিষয়টি তদন্ত করে দেখব। তাছাড়া কলেজের নাইট গার্ড লিয়াকত ও আব্দুর সাত্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হবে