চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আবু সায়েম দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত; হত্যাকারী রাজিব আটক
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আবু সায়েম (৩৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারাত্বক জখম অবস্থায় তাকে যশোর আড়াই শ’ শয্যার হাসপাতাল থেকে ঢাকা মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে বুধবার বেলা পৌনে ৪টার দিকে তিনি মারা যান। নিহত সাংবাদিক আবু সায়েম জীবননগর পিয়ারাতলার আবুল খায়ের বাচ্চু মোললার ছেলে। জীবননগর উপজেলার দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ও জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম জানান, সায়েম রাতে বাড়িতে ঢোকার পর তার স্ত্রী আফরোজা পাশের ঘরে একজন দুর্বৃত্তকে দেখতে পান। তখন সায়েম দুর্বৃত্তের কাছে যাওয়ার আগেই সে ছুটে এসে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে সায়েমের বুকের ওপর পর পর কয়েকটি আঘাত করে। এ সময় সায়েমের বাবা আবুল খায়ের বাচ্চু মোললা তাকে ঠেকাতে গেলে দুর্বৃত্ত তার মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সে সময় তিনি আহত হন। ঘটনায় হতবিহব্বল হয়ে উপস্থিত লোকজন সায়েম কে মারাত্বক জখম অবস্থায় জীবননগর স্বাস্থ্য কমপেলক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর আড়াই শ’ শয্যার হাসপাতালে স্থান্তর করে। সেখানকার চিকিৎসকরা মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা বক্ষব্যাধী হাসপাতালে স্থান্তর করে। ওখানে বুধবার বেলা পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সায়েম মারা যায়। ব্যাক্তি জীবনে সায়েম রুদ্র (৬) ও রনক (৪) নামের দু সন্তানের জনক ছিলো। সাংবাদিকতার পাশাপাশি সে ব্যবসা করতো। সাংবাদিক আবু সায়েমের অকাল মৃত্যুর খবরে গোটা জেলায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। কি কারনে বা কি উদ্দেশ্যে তাকে দুর্বৃত্ত ছুরিকাঘাত করে হত্যা করলো তা এখনো নিশ্চিত করে বলতে পারছেনা কেউ। জীবননগর থানার পুলিশের উপ-পরিদর্শক আশরাফ জানান, সাংবাদিক আবু সায়েমের হত্যাকারী রাজিব (৩২) কে আমরা ঘটনার পর মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে জীবননগর মনোহরপুর এলাকার প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় আটক করি। সে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরের মতিয়ার রহমানের ছেলে। রাজিবকে আটক করে নিহত সাংবাদিক আবু সায়েমের বাবা মা কে দেখালে তারা তাকে তার ছেলের হত্যাকারী বলে সনাক্ত করে। তিনি আরো জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে ১টি ৮ ইঞ্চি ধারালো ছুরি ও ১টি লাল সালু কাপড় উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হবে বলে তিনি জানান।