পাবনার ফরিদপুরে সরকারী জায়গা দখলের হিড়িক পড়েছে
ফরিদপুর(পাবনা)প্রতিনিধি: সম্প্রতি পাবনার ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরকারী জায়গা প্রভাবশালী মহল কর্তৃক দখলের হিড়িক পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানাগেছে, দীর্ঘদিন ধরে ফরিদপুর উপজেলার কতিপয় প্রভাবশালী মহল গোপনে রাজস্ব বিভাগ ও জেলা বোর্ডের সঙ্গে আতাঁত করে সরকারী খালি জায়গায় টিনের চালাঘড়, ফলের দোকান, টোং দোকান এমনকি পাকা ঘড় তুলে অবৈধভাবে দখল করে চলেছে। এ সমস্ত অবৈধ দখলের হিড়িক পড়েছে উপজেলা সদর বনওয়ারীনগর বাজারসহ তার আশেপাশে গোপালনগর, ডেমড়া, দিঘুলিয়া, নারাণপুর, এরশাদনগর, বেড়হাওলিয়া, মঙ্গলগ্রাম ও ধানুয়াঘাটা। এছাড়া সবচেয়ে বেশী দখলের হিড়িক পড়েছে বণ্যা নিয়ন্ত্রণ বাঁধকাম মিনি বিশ্বরোড়ের কয়েকটি স্থানে। এ সমস্ত স্থান হচ্ছে, নেছড়াপাড়া সোনার বাংলা ক্লাবের নিকটস্থ, রুলদহ বাসষ্ট্যান্ড, গোপালনগর বাসষ্ট্যান্ড ও ডেমড়া বাসষ্ট্যান্ড উল্লেখযোগ্য। উল্লেখ্য বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এ সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। তবে তৎকালীন সরকার বিদায়ের সাথে সাথে পুণরায় সরকারী জায়গা দখল করে নিয়েছে। এ দৃশ্য দেখে এলাকার আরও কতিপয় প্রভাবশালী ব্যক্তি ক্ষমতাশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় অবৈধ দখলের হিড়িক ফেলে দিয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে স্থানীয় অভিজ্ঞমহল মনে করেছেন।